মির্জাপুর মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত By নিউজ ডেস্ক On অক্টো. 28, 2015 213 Share স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই ব্যক্তি মহাসড়কের আছিমতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 213 Share FacebookTwitterWhatsAppFacebook MessengerPinterestEmailPrint