মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার মহেড়া ইউনিয়ন পরিষদ মাঠে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মহেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাদশা মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মহেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।
পরে বাদশা মিয়াকে সভাপতি ও ইউছুফ আলীকে সাধারণ সম্পাদক করে মহেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।