মির্জাপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

223

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে এগারোটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনাসভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, দপ্তর সম্পাদক জহিরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পশ্চিম) সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর শামীম খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার রাসেল ও তাজুল ইসলাম একাব্বর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার নাইম ও সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার নাহিদ প্রমুখ বক্তৃতা করেন। আলোচনা শেষে দোয়া ও কেক কাটা হয়।