মির্জাপুরে স্কুল ছাত্রীর কীটনাশক পানে আত্মহত্যা
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে পূর্ণিমা রবিদাস নামে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
রবিবার (১ জুলাই) সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্ণিমা রবিদাস মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সে পৌরসভার ৩নং ওয়ার্ড বাইমহাটি বারোখালী ব্রিজ সংলগ্ন এলাকার অধির মনিদাসের মেয়ে।
পুলিশ টিনিউজকে জানায়, শনিবার (৩০ জুন) রাতে মায়ের সঙ্গে অভিমান করে পূর্ণিমা রবিদাস কীটনাশক পান করে। পরে অসুস্থ অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে রবিবার (১ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সী টিনিউজকে বলেন, এ ঘটনায় অমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।