মির্জাপুরে সিইসি জাবেদ আলীর মতবিনিময় সভা
মির্জাপুর প্রতিনিধিঃ
জাল ভোট দেয়ার আমল এখন আর নেই। নির্বাচন হবে সিসি টিভির মতোই স্বচ্ছ। যা সকলের কাছে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে। রোববার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন, প্রার্থী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জাবেদ আলী একথা বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং অফিসার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ, মির্জাপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার তাজুল ইসলাম, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাহাদৎ হোসেন সুমন, বিএনপির মেয়র প্রার্থী হযরত আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, স্থানীয় সুজন সম্পাদক আবুল কাশেম খান, কাউন্সিলর প্রার্থী আলী আজম খান, শহিদুল ইসলাম মাসুম, জালাল উদ্দিন, আব্দুল জলিল বক্তৃতা করেন।
সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জাবেদ আলী আরো বলেন, বিশেষ জরুরী কাজ ও ভোট দেয়া ছাড়া এমপিরা পৌরসভার ভেতরে অবস্থান করতে পারবেন না।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।