মির্জাপুরে সাড়ে ৮টন পলিথিন বোঝাই ট্রাকসহ আটক ২
মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে সাড়ে ৮টন ওজনের নিষিদ্ধ পলিথিন বোঝাই ট্রাকসহ ২ জনকে আটক করেছে গোড়াই হাইওয়ে পুলিশ।
৫ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের উত্তরা স্পিনিং মিল এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো বরিশাল জেলার হিজলা থানার গোয়াবাড়ি গ্রামের মো. বাকি বিল্লাহ বেপারীর ছেলে পলিথিনের মালিক পক্ষের শাহ আলম (২৮) ও ট্রাকের চালক ঠাকুরগা জেলার নিশ্চিতপুর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩৪)।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পলিথিন বোঝাই ট্রাক (ঢাকা মোট্রো ট-১৪-৬২৬৭) সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের ওইস্থানে পৌছালে ট্রাকে তল্লাসি চালায় পুলিশ। এসময় পুলিশ ট্রাকটিতে ৮৫ বস্তা নিষিদ্ধ পলিথিন দেখতে পায় তারা। পরে ট্রাকসহ ওই দুইজনকে আটক করা হয়। আটক পলিথিনে মূল্য প্রায় ১৩লাখ টাকা বলে পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অজয় দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসি চালিয়ে ট্রাক বোঝাই পলিথিনসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।#