মির্জাপুরে সরকারের উন্নয়নের প্রচারপত্রের মাধ্যমে মীর শরিফ মাহমুদের গণসংযোগ
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরিফ মাহমুদ গণসংযোগ করছেন। গতকাল শনিবার এ উপজেলার আজগানা ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে দিনব্যাপি গণসংযোগ করেন।
এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারপ্রত্রের মাধ্যমে তুলে ধরেন এবং এই উন্নয়ন অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। এসময় আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের শিকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মুক্তার আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, আওয়ামী লীগ নেতা মিজু আহমেদ, আব্দুল হালিম শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।