মির্জাপুরে শোক দিবসে ছাত্রলীগের খাবার বিতরণ
স্টাফ রিপোর্টার \
টাঙ্গাইলের মির্জাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দেওহাটা আশ্রয়ন প্রকল্পের ১২৬ টি পরিবারের বাসিন্দাদের মধ্যে এই খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেতাব মাহামুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ। এর আগে সকালে সংসদ সদস্য খান আহমেদ শুভ উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। দুপুর বারোটায় তিনি পুরাতন বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।