মির্জাপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের কলেজ রোডের দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে জন্মদিনের কেককাটা হয়। পরে সেখানে অনু্িষ্ঠত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সহ সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক সাহাদৎ হোসেন সুমন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম শিপলু, শামীম আল মামুন, আজাহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।