মির্জাপুরে মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই মেলার উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সাইদ মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক আলম মিয়া, পৌরসভার কাউন্সিলরগণ, মির্জাপুর বাজার বনিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মেলার পৃষ্ঠপোষক আছলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।