মির্জাপুরে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

142

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে মির্জাপুর প্রেসক্লাবে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বাছিত।




মির্জাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু প্রমুখ। এ সময় জেলা উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।