মির্জাপুরে ভাতগ্রাম ইউনিয়নে খান আহমেদ শুভর উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ভাতগ্রাম দাসপাড়ার উদ্যোগে উঠান বৈঠক ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ।
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক রহমান আকন্দ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক বাবু নন্দ দুলাল গোস্বামী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লাবু, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম, ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যুবরাজ, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ আব্দুল্লাহ আল ফাহাদ, মারুফুর রহমান, পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রিন্স হক, যুগ্ম-আহবায়ক মারুফ ইসলাম প্রমুখ। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি মহিলাদের মাঝে আট প্রকার সবজি বীজ বিতরণ করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।