মির্জাপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “গ্রামীণ দারিদ্র বিমোচন ও সামাচিক সুরক্ষায় কৃষি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে উপজেলা কৃষি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।
মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা।
এর আগে একটি র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিন করে। এতে নেতৃত্ব দেন আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।