মির্জাপুরে বিএনপি মেয়র প্রার্থীর কর্মীসভা

236

1মির্জাপুর প্রতিনিধিঃ
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হযরত আলী মিঞার পক্ষে তিন ওয়ার্ড (সদর) বিএনপির নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে প্রত্যাশা পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র প্রার্থী হযরত আলী মিঞা, পৌর বিএনপির সভাপতি জুলহাস মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডিএম ফরিদ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবন, পৌর যুবদলের সভাপতি সেলিম মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ, পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকীসহ প্রমুখ।
পরে বিএনপির প্রার্থী হযরত আলী মিঞা নেতাকর্মীদের নিয়ে মির্জাপুর বাজারে শোডাউন করেন।