মির্জাপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে পৌর এলাকার সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়ি থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেন।