মির্জাপুরে ফের পদ্মা এক্সপ্রেস ট্রেনে দুই স্থান থেকে পাথর নিক্ষেপ

0 82

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
জয়দেবপুর-টাঙ্গাইল রেল লাইনের মির্জাপুরে ফের ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মার্চ) রাত সোয়া আটটার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগির জানালার কাচ ভেঙে গেছে। একই ট্রেনে ঘণ্টাখানেক পর টঙ্গী রেলওয়ে স্টেশনের কাছে পৌছালে আবার পাথর ছোড়া হয়। মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।




কামরুল হাসান বলেন, রেলওয়ে পশ্চিমাঞ্চলের একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে তিনি বিষয়টি অবহিত হন। ওই গ্রুপের সদস্য রুহুল আমিন সিদ্দিকী নামে পদ্মা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী পোস্টটি দেন। ওই পোস্টে দুটি জানালার ভাঙা কাচের ছবিও দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার (২৪ মার্চ) বিকেলে মির্জাপুর স্টেশন অতিক্রম করার সময় দুর্বৃত্তদের ছোড়া পাথরে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চালক (লোকো মাস্টার) তৌহিদুজ্জামানের বাঁ চোখে আঘাত লাগে। ওই চালকের চোখে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।




এদিকে নাম প্রকাশ না করার শর্তে মির্জাপুর রেল স্টেশনে কর্মরত কয়েকজন জানান, চালকরা ঝুঁকি নিয়ে ট্রেন চালাচ্ছেন বলে তাদের জানিয়েছেন। যেকোনো সময় দুর্বত্তদের ছুড়া পাথরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এমন আশঙ্কার কথাও জানিয়েছেন চালকরা। এ জন্য রেললাইনসংলগ্ন বাড়ির লোকজনদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন তারা।




শুক্রবার (২৪ মার্চ) ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রী পাথরের আঘাতে আহত সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক কামারখন্দ উপজেলার রায়দৌলৎপুর গ্রামের আব্দুস ছবুরের ছেলে ইলিয়াস সরকার জানান, ট্রেন যাত্রা নিরাপদ যাত্রা। এখন তা ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ট্রেনে পাথর নিক্ষেপ অব্যাহত থাকলে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাছাড়া যাত্রীর সংখ্যাও কমে যাবে বলে তিনি আশঙ্কা করেন।




মির্জাপুর রেলস্টেশনের মাস্টার কামরুল হাসান বলেন, গতকাল মির্জাপুর পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় যুবকদের সঙ্গে রেল পুলিশের মতবিনিময় সভা হয়েছে। ট্র্রেনে পাথর নিক্ষেপ না করার বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে পৌর এলাকায় মাইকের প্রচারণা চালানো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।




রেলওয়ে কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, গত রাতে পদ্মা এক্্রপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা কন্ট্রোল রুম থেকে তাদের জানানো হয়নি। ট্রেনে পাথর না ছোড়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। রেলের যাত্রীসহ এ সেবায় নিয়োজিত সবার নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ কাজ করে চলেছে। তবে এ ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে।

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ