মির্জাপুরে প্রতিবন্ধী-দুস্তদের মাঝে হুইল চেয়ার ও অর্থ বিতরণ

137

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবন্ধী ও অসহায় দুস্তদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও অসহায় দুস্ত ৩৭ জনকে ৫ হাজার করে টাকা দেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতায় আমরা’ এর প্রতিষ্ঠাতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ লিটন এসব বিতরণ করেন।




এ উপলক্ষে পৌর শহরের পুষ্টকামুরী গ্রামের বাংলো বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতায় আমরা’ এর প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ লিটনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, ভাওড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পশ্চিম) সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মহেড়া ইউপির সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া, তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম মোল্লা, আজাগানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম খান, মানবতায় আমরা সংগঠনের সদস্য কামরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। পরে অতিথিবৃন্দ দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৩৭ জন অসহায় দুস্তদের হাতে পাঁচ হাজার করে টাকা তুলে দেন।