মির্জাপুরে পিকআপ চাপায় পুলিশ সদস্য নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্য রতন বিশ্বাস (৩৫) নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতি বাজার এলাকার বাসিন্দা। তিনি টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় রতন বিশ্বাস দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে ঢাকাগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে রয়েছে।