মির্জাপুরে নিজ অর্থায়নে বেইলী ব্রিজ করে দিলেন এমপি শুভ

62

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে জনসাধারণ এবং যান চলাচলের সুবিধার্থে নিজ অর্থায়নে বেইলী ব্রিজ নির্মাণ করে দিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। উপজেলার উয়ার্শী ইউনিয়নের বরটিয়া এলাকায় বরটিয়া-হাড়িয়া আঞ্চলিক সড়কে এই বেইলি ব্রিজটি নির্মাণ করে দেন তিনি।




জানা গেছে, বরটিয়া-হাড়িয়া আঞ্চলিক এই সড়কটি উয়ার্শী ও ভাওড়া ইউনিয়নের মানুষের চলাচল এবং মালামাল পরিবহনের একটি গুরুত্বপুর্ণ সড়ক। সম্প্রতি বরটিয়া নামক স্থানে ব্রিজটি ভেঙে জনযান চলাচল ঝুকিপুর্ণ হয়ে পড়ে। খবর পেয়ে সংসদ সদস্য খান আহমেদ শুভ ২৮ জানুয়ারী ওই ঝুকিপুর্ণ ব্রিজটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মির্জাপুরকে ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেন। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তত্ত্বাবধানে ঝুকিপুর্ণ ব্রিজটি অপসারন করে একটি বেইলী ব্রিজ স্থাপন করা হয়। এতে খান আহমেদ শুভ এমপির নিজস্ব তহবিল থেকে তিন লাখ টাকা খরচ দেওয়া হয়।




উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, বরটিয়া এলাকার ব্রিজটি ঝুকিপুর্ণ হওয়ায় এমপি মহোদয়ের নির্দেশে এবং তার অর্থায়নে দুুই দিনের মধ্যে বেইলী ব্রিজ স্থাপন করা হয়েছে।
খান আহমেদ শুভ এমপি বলেন, জনপ্রতিনিধিরা জনগণের সেবক। তাই জনযান চলাচলে ঝুকি এড়াতে নিজস্ব অর্থায়নে জরুরি ভিত্তিতে বরটিয়ার ঝুকিপুর্ণ ব্রিজটি অপসারন করে বেইলী ব্রিজ নির্মাণের ব্যবস্থা করা হয়েছে।

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ