মির্জাপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

0 150

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
নানা আয়োজনে টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্তির মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল, জাতীয় পার্টি, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সরকারি-বেসরকারি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। শহরের সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮টায় সদরের সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার বিডিপি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় একই মাঠে বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরকার হিতেস চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস প্রমুখ। এছাড়া উপজেলার মসজিদ ও মাদ্রাসা মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে কুমুদিনী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ