মির্জাপুরে নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা

89

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়।




সমিতির সভাপতি সহিনুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মির্জাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, মির্জাপুর ইউআরসির ইনস্ট্রাক্টর ড. আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক আল মামুন খান, নবযোগদানকারী শিক্ষক আলতাব হোসেন ও সালমা আক্তার বক্তৃতা করেন।




অনুষ্ঠানের শুরুতে নবযোগদানকারী সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া অনুষ্ঠান শেষে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭১ জন নতুন শিক্ষকদের একটি করে দেয়াল ঘড়ি উপহার দেয়া হয়।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ