মির্জাপুরে দুই স্কুলছাত্র জবাই করে হত্যার ঘটনায় আরোও একজনের স্বীকারোক্তি
মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে দুই স্কুলছাত্রকে জবাই করে হত্যা ঘটনায় গ্রেফতার হওয়া বাহাদুর নিজের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি ।
৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের বিচারক সানজিদা খানমের কাছে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এর আগে সোমবার এ খুঁনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নিহত ইমরানের চাচাতো ভাই মিল্টন । এনিয়ে এ ঘটনায় দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল।
সোমবার রাতে ধামরাই উপজেলার চর চৌহাট গ্রাম থেকে বাহাদুরসহ তিনজনকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ময়ূর ভাঙ্গা গ্রামের একটি লেবুক্ষেত থেকে ধামরাইয়ের চর চৌহাট গ্রামের দুই স্কুল ছাত্র শাকিল ও ইমরানের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন শনিবার নিহত শাকিলের মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মাহফিজুর রহমান বলেন, বাহাদুর আদালতে স্কুলছাত্র শাকিল ও ইমরান হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।