মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুরে এক রাতে তিন মন্দিরে চুরি হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এতে করে উপজেলায় হটাৎ করে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে।
এলাকাবাসী জানান, গভীর রাতে কে বা কারা ওই গ্রামের রাধা গোবিন্দ নাট মন্দির, কালি মাতার মন্দির ও যশ মাধব মন্দিরে চুরি করে। এ সময় চোরের দল রাধা গোবিন্দ মন্দির থেকে এক ভরি ওজনের ¯¦র্ণালংকারসহ তিনটি মন্দির হতে কাসার তৈজসপত্র চুরি করে নিয়ে যায়।
ভাতগ্রাম ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও কালি মাতার মন্দির কমিটির সাধারণ সম্পাদক ক্রমথেশ গোস্বামী শংকর তিনটি মন্দিরে চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে।
এছাড়া মির্জাপুর সদরের কলেজ রোডস্থ সিরাজ এন্ড সন্স এর অটবি শো-রুমে ঢুকে চোরের দল একটি ক্যামেরা, মোবাইল রিচার্জ কার্ড, কয়েকটি মোবাইল সীমসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।