মির্জাপুরে ট্রাকের ধাক্কায় বসতঘর ক্ষতিগ্রস্থ হওয়ার প্রতিবাদ করায় তিনজনকে পিটিয়ে আহত
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
জুট ভর্তি ট্রাকের ধাক্কায় দুইটি বসতঘর ক্ষতিগ্রস্থ হওয়ার প্রতিবাদ করায় উপজেলা বিএনপির নেতা ও তার ছেলে সংখ্যালঘু পরিবারের তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করেছেন। গুরুতর আহত একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দীলিপ সাহা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে দশটার দিকে ইট ভাটা মালিক বিএনপি নেতা জয়নাল সিকদারের ট্রাক চালক মুখলেস মিয়া জুট ভর্তি ট্রাক নিয়ে উপজেলার কুড়িপাড়া গ্রামের সরু রাস্তা দিয়ে দ্রুত গতিতে ইটভাঁটায় যাচ্ছিলেন। এ সময় দীলিপ সাহা ও তার ভাই কালিপদ সাহার বসত ঘরের দেয়াল ও চালের টিন ট্রাকের ধাক্কায় ভেঙ্গে যায়। এ ঘটনার বাদী দীলিপ সাহার পুত্র পলাশ সাহা ও ভাতিজা সম্ভু সাহা প্রতিবাদ করতে গেলে ইটভাঁটার মালিক জয়নাল সিকদার ও তাঁর ছেলে শান্ত সিকদার ভাঁটার অফিস কক্ষে দরজা আটকিয়ে লাঠি ও রড দিয়ে বেদম মারপিট করেন।
তাঁদের চিৎকার শোনে কালিপদ সাহা এগিয়ে গেলে তাঁকেও মারপিট করে বলে অভিযোগে জানা গেছে। এলাকার লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীফলতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পলাশ সাহাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জয়নাল সিকদার বলেন, ট্রাক দিয়ে ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ এনে আমার খোলায় হামলা করায় আমার লোকজন ওদের মারপিট করেছে।