মির্জাপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ৮২ ছাত্রীর অধিকাংশই বাল্যবিয়ের শিকার

0 194

mirjapur-mapমির্জাপুর সংবাদদাতাঃ
গত ১ নভেম্বর রোববার থেকে শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৫টি কেন্দ্রে অনুপস্থিত রয়েছে ৮২ ছাত্রী। এদের মধ্যে অধিকাংশই বাল্যবিয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। অনুপস্থিত ছাত্রীদের মধ্যে ৬৬ জন জেএসসি, ১৬ জন জেডিসি পরীক্ষার্থী রয়েছে। অনুপস্থিতির কারণ জানতে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ৫টি পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
তারা জানিয়েছেন, এদের মধ্যে দুই-একজন ঝড়ে পড়া ছাড়া অধিকাংশই বাল্য বিয়ের কারণে পরীক্ষায় অংশ নিতে পারছে না। আবার অনেকে স্বামীর সংসার থেকে পরীক্ষায় অংশ নিয়েছে।
এ বছর মির্জাপুর উপজেলার ভারতেশ্বরী হোমসসহ ৫১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ হাজার ৮৩১জন এবং ১৪টি মাদ্রাসা থেকে ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ নিতে নিবন্ধন করেছিল। নিবন্ধনকৃত শিক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৪৬৬ জন ছাত্রী এবং ৩ হাজার ২৯২ জন ছাত্র রয়েছে। এদের মধ্যে ৮২ জন ছাত্রী এবং ৪৫ জন ছাত্র অনুপস্থিত রয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছেন।
উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয়, সদরের সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়, আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসা, জামুর্কী উচ্চ বিদ্যালয়, ক্যাডেট কলেজ পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার ছাত্রী ১৪ জন ও ছাত্র ১২ জন অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে। পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার ৫টি কেন্দ্রে একই রকম অনুপস্থিত রয়েছে বলে শিক্ষা অফিসের অফিস সহকারি খলিলুর রহমান জানিয়েছেন।
সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন বলেন, ৩১৮ জন ছাত্রী জেএসসি পরীক্ষায় নিবন্ধন করেছিল। এদের মধ্যে ৩০৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। বাকি ১২ জন ছাত্রীর প্রবেশপত্র বিদ্যালয়ে রয়েছে। ১২ জন ছাত্রী পরীক্ষায় অংশ না নেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বাবা-মা বিয়ে দিয়ে দিতে পারেন বলে তিনি ধারণা করছেন।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, সরকার বিনামূল্যে বই দিচ্ছেন। ছাত্রীদের উপবৃত্তি দিচ্ছেন তারপরও শিক্ষা জীবন থেকে অনেক সম্ভাবনাময় ছাত্রী এভাবে ঝরে যাওয়া খুবই দুঃখজনক। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে অভিভাবকদের সচেতন করতে ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ