মির্জাপুরে জন্মষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার বাইমহাটী কালিমন্দিরের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ। শোভাযাত্রাটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে ওই কালিমন্দিরে গিয়ে শেষ হয়। এছাড়া পাকুল্যা কর্মকার পাড়া এলাকার শ্রী শ্রী রাধা বল্লভের আখড়া হতে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়। উয়ার্শী ইউনিয়নের উত্তর রোয়াইল রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ইভিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান ইউসুফজাই সানি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, হিন্দু বৈদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষষ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার সেন লালু, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, জামুর্কী ইউপি চেয়ারম্যান ডি এ মতিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্মামী, সাধারণ সম্পাদক প্রমথেষ গোস্মামী শংকর প্রমুখ উপস্থিত ছিলেন।