মির্জাপুরে গাছের চাপায় বৃদ্ধ নিহত

0 58

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ভেকু মেশিন দিয়ে জমির মাটি সমান করতে গিয়ে গাছের নীচে চাপা পড়ে মোজ্জাম্মেল হক (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৭ মে) সকালে উপজেলার লতিফপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোজ্জামেল হক ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।




প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোজ্জামেল হক তাঁর বাড়ির পাশের একটি অসমতল জমি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে সমান করছিলেন। ওই জমিতে থাকা একটি খেঁজুর গাছের গোড়ার মাটি কেটে নিলে গাছটি উপড়ে পড়তে থাকে। এসময় মোজ্জামেল হক গাছটি উপড়ে পড়ার হাত থেকে রক্ষা করতে গেলে তিনি গাছের নীচে চাপা পড়ে আহত হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সেখানে তার মৃত্যু হয়। লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।




মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন। খোঁজ নিয়ে আইনী প্রক্রিয়া নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ