টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মহিলা মেডিকেল কলেজে গর্ভকালীন ডায়াবেটিস এর ব্যবস্থাপনা ও প্রতিরোধ এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কুমুদিনী মেডিকেল কলেজ মিলনায়তনে সিজিডিএম প্রকল্প, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এ সিম্পোজিয়ামের আয়োজন করে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও বিশ্ব ডায়াবেটিক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এ সিম্পোজিয়াম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী মহিলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম।
ডা. অধ্যাপক লিয়াকত আলির সঞ্চালনায় সিম্পোজিয়ামে বক্তৃতা করেন কুমুদিনী মহিলা মেডিকেল কলেজের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, ডা. আরিফা আক্তার জাহান, ডা. বনানী চক্রবর্তী, শামছুন্নাহার প্রমুখ।
সিম্পোজিয়ামে কুমুদিনী হাসপাতালের চিকিৎসক, নার্স ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এছাড়া শনিবার একই প্রতিষ্ঠানের আয়োজন ও পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইল, জামালপুর ও মানিকগঞ্জ জেলার ২ শতাধিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারিদের গর্ভকালীন ডায়াবেটিস এর ব্যবস্থাপনা ও প্রতিরোধের উপর প্রশিক্ষণ দেয়া হয়।
Prev Post