মির্জাপুরে গণসংযোগ করছেন সীমান্ত ও সানি
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে গণসংযোগ করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও উপজেলা আওয়ামী লীগের উপদেস্টা মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান ইউসুফজাই সানি।
সীমান্ত বুধবার (৩১ মে) উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা, তরফপুর এবং সানি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারে গণসংযোগ করেন। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারপত্র বিতরণ করেন। তারা বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান