মির্জাপুরে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান

107

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে আরাফ-আরিশা কম্পিউটার ট্রেনিং সেন্টার এই সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা সদরের বাইমহাটি পূর্বপাড়ায় ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।




সভায় প্রধান অতিথি ছিলেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ। ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম শেলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল ও জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল হক, মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী। পরে অতিথিবৃন্দ কম্পিউটার প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।