মির্জাপুরে এমপি শুভর মতবিনিময় ও আলোচনা সভা

96

স্টাফ রিপোর্টার ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে দুল্যা বেগম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি ।




এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক রহমান আকন্দ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক বাবু নন্দ দুলাল গোস্বামী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লাবু, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম, ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যুবরাজ, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ আব্দুল্লাহ আল ফাহাদ, মারুফুর রহমান, পৌর সেচ্ছাসেবকলীগ এর আহবায়ক প্রিন্স হক, যুগ্ম-আহবায়ক মারুফ ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




এ সময় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে দুল্যা বেগম কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের জন্য দুই লক্ষ টাকা অনুদান সহ জনগনের চলাচলের সুবিধার্থে একটি রাস্তা ও একটি ব্রিজ দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছ থেকে অনুমোদন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি এবং নারীদের মাঝে আট প্রকার সবজি বীজ উপহার দেন।