মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

0 203

1মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্নীতি প্রতিরোধ কমিটি মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল নয়টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন শেষে পরিষদ মিলনাতনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা বারটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামসুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি দেওয়ান আব্দুস সোবহান, অধ্যক্ষ মফিজুর রহমান প্রমুখ। পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ