মির্জাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক সভাপতির ওপর হামলা

0 265

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ মিয়াসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। বৃৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ফতেপুর বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।




জানা গেছে, ফতেপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে শরীফ মিয়া অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ মিয়ার সাথে বিরোধ করে আসছিলো। বৃৃহস্পতিবার (২৫ মে) দুপুরে শুভ মিয়া, তার ভাতিজা রিহান ও ভাগিনা তানভীরকে সঙ্গে নিয়ে ফতেপুর ইউপি কার্যালয়ে যান। এ সময় শরীফ মিয়ার নেতৃত্বে কয়েকজন যুবক ইউপি কার্যালয়ে গিয়ে তাদের সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায় শুভ তার ভাতিজা ও ভাগিনাকে নিয়ে পরিষদ থেকে বের হয়ে বাজারের মন্দিরের সামনে পৌছালে শরীফ মিয়ার নেতৃত্বে কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়। এতে ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ মিয়া, তার ভাাতিজা রিহান ও ভাগিনা তানভীর গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন। এ ঘটনায় শুভর ছোট ভাই বাবু মিয়া মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।




ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম শিকদার জানান, শুভ মিয়ার বাড়ি চার কিলোমিটার দুরে কুরনী এবং শরীফ মিয়ার বাাড়ি ফতেপুর গ্রামে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ