মির্জাপুরে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক দুই ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী ও জাকিয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল ও তৌফিকুর রহমান তালুকদার রাজীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল হক প্রমুখ বক্তৃতা করেন।
সভায় আগামী ১৫ আগস্ট থেকে মাসব্যাপী ওয়ার্ডে ওয়ার্ডে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের চলমান সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক দুই ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী ও জাকিয়ার হোসেন, মো. আলী, আক্রাম হোসেন রতন ও অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি। এই কমিটি স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর সঙ্গে সভা করে উপজেলা আওয়ামী লীগের কাছে জানাবেন। পরে উপজেলা আওয়ামী লীগ আগামী বর্ধিত সভায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল হক জানিয়েছেন।
সকালে একই স্থানে মির্জাপুর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী পৌর কাউন্সিলর রওশন আরা বেগমের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।