মির্জাপুরে আওয়ামী লীগের পরিচিতি ও কর্মী সমাবেশ
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগের পরিচিতি ও কর্মী সমাবেশ হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলার ধেরুয়াতে গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ পশ্চিম শাখার উদ্যোগে এই পরিচিতি ও কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, আব্বাস বিন হাকিম, সৈয়দ ওয়াহিদ ইকবাল, তৌফিকুর রহমান তালুকদার, আবু রায়হান সিদ্দিকী, শামীম আল মামুন, জহিরুল হক, ওয়াদুদ মিয়া, আব্দুল করিম প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূল নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তৃতায় সকল নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে আহবান জানান।