মাহমুদ নগরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের নন্দী বয়রা গ্রামে ৬ষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নন্দী বয়রা যুব সমাজের উদ্যোগে ১১ জানুয়ারী সোমবার বিকেলে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
তাফসিরুল কোরআন মাহফিলে কাতুলি হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ ক্বারী মোঃ আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা মোঃ রেজাউল করিম কাওছারী। আরো আলোচনা করেন খারজানা হোসাইনিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ আঃ রশিদ।
নন্দীবায়রা পূর্বপাড়া জামি মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর মোঃ আবুল হোসেন, বাংলাদেশ বিমান বাহিনির সদস্য মোঃ আসাদ সরকার, সাংবাদিক শফিকুজ্জামান খান মোস্তফা প্রমুখ।