মাহমুদনগরে দুইটি বিদ্যালয়ের ভবন উদ্বোধন
স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলের সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলারর মাহমুদনগর ইউনিয়নের মাকারকোল গ্রামের দুইটি বিদ্যালয়ের ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, মাহমুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হোসেন সিকদার, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হযরত আলী তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম প্রমুখ। এ সময় সদর উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাহমুদনগর ইউনিয়নে মাকোরকোল মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবন ও মাকোরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা ভবনের উদ্বোধন করা হয়।