মাভাবিপ্রবি ভিসির সাথে কোরিয়ান প্রফেসরসহ ১০ শিক্ষার্থীর সৌজন্য সাক্ষাত

150

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের সফরে এসেছেন কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটিরমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হ্যাং মুক চোসহ কোরিয়ান ১০ শিক্ষার্থী। মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১২ টায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের অফিস প্রধান প্রফেসর ড. মোঃ আজিজুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।




মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমন্বয়ে শিক্ষা ও গবেষনার মান উন্নয়নের জন্য কোরিয়ান প্রফেসর ড. হ্যাং মুক চোসহ কোরিয়ান ১০ শিক্ষার্থী বাংলাদেশে আসেন।