মাভাবিপ্রবির ইংরেজী বিভাগের উদ্বোধন ও শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0 169

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের উদ্বোধন ও ১ম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় ইংরেজী বিভাগের মিলনায়তনে বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রোকেয়া বেগম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ নাজমুস সাদেকীন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ