মাভাবিপ্রবিতে শর্ট ফিল্ম প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাভাবিপ্রবি সংবাদদাতাঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ৫ দিন ব্যাপী কর্মসূচির ৪র্থ দিনে স্বল্প দৈর্ঘ্য চলচিত্র (শর্ট ফিল্ম) প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বল্প দৈর্ঘ্য চলচিত্র প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটি।
স্বল্প দৈর্ঘ্য চলচিত্রগুলো হলো মীর মইনুলের “অবশ অনুভূতির দেয়াল”, মাসুদুর রহমান মাসুদের “কাগজের নৌকো”, হোসেইন তূর্য’র “রাজকন্যা”, আসিফ রহমানের “বন্ধন” ও মারুফ হাসান ইমনের “এক সেকেন্ড পালস”।
নির্মাতারা সকলেই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি স্বল্প দৈর্ঘ্য চলচিত্রগুলো উপভোগ করেন।
এছাড়া একই দিন বিশ্ববিদ্যালয়ের ধ্রুবতারা টেকনোকালচারাল ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।