মাভাবিপ্রবিতে বিশ্ব পানি দিবস পালিত
স্টাফ রিপোর্টার /
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। ‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানে ত্বরান্বিত পরিবর্তন’ প্রতিপাদ্য নিয়ে বুধবার (২২ মার্চ) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সামনে থেকে গ্রীণ ক্লাবের আয়োজনে একটি র্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ।
র্যালীতে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আল মামুন, প্রক্টর প্রফেসর ড.মীর মোঃ মোজাম্মেল হক, প্রফেসর ড. রোকসানা হক রিমি, ড. শিমুল রায়, গ্রীণ ক্লাবের আহবায়ক মানিক শীলসহ এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
র্যালী শেষে ক্যাম্পাসে পানি বিষয়ক সচেতনতায় পোস্টারিং ও পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়।