মাভাবিপ্রবিতে ‘টিম বিল্ডিং ফর সেল্ফ অ্যাসেসমেন্ট’ প্রোগ্রাম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

91

স্টাফ রিপোর্টার ।।

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দিনব্যাপী টিম বিল্ডিং ফর সেল্ফ অ্যাসেসমেন্ট প্রোগ্রাম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকাল ৯ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।




বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ উমর ফারুক ও সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ কে ওবায়দুল হক।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও ইংরেজি ৬ টি বিভাগের শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।