মাভাবিপ্রবিতে এক ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে

0 703

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কর্তৃপক্ষ প্রকৌশলী এসএম শাহজাহান মামুনসহ তার সত্বাধিকারী প্রতিষ্ঠান ইন্টিগেটেড কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাক লিস্ট) করেছে। এছাড়া চলমান যেসব প্রকল্প ইন্টিগেটেড কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ও এর সত্বাধিকারী এসএম শাহজাহান মামুনের কাছ থেকে যন্ত্রপাতি পেয়েছে কিংবা পাবে সেখান থেকে সতর্কতার সঙ্গে বুঝে নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২৭ মার্চ) বিশ্ববদ্যিালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিস কালো তালিকাভুক্তকরণ সম্পর্কে রেজিস্ট্রারের স্বাক্ষরিত নোটিশ জারি করেন।




জানা যায়, সেখানে বিশ্ববিদ্যালয়ের ২২৯তম রিজেন্ট বোর্ড (২৩ জানুযারি ২০২০)-এর সিদ্ধান্ত ৪৬ এর ‘গ’ ও ‘ঘ’ এর আলোকে ভবিষ্যতে সব ধরনের ক্রয়কার্য সম্পাদনের ক্ষেত্রে মালামাল বুঝে নেওয়ারও অনুরোধ করা হয়। গত ১৬ এপ্রিল ২০২২ এক গণমাধ্যমের অনলাইন সংস্করণে ‘মাভাবিপ্রবিতে কেনার কয়েক মাসেই অকেজো যন্ত্রপাতি-সরঞ্জাম’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ হয়। প্রতিবেদনের সত্যাসত্য অধিকতর যাচাই-বাছাই করে সুপারিশের লক্ষ্যে রিজেন্ট বোর্ডের ২২৬ তম (২৮ জুন ২০২২) সভায় গঠিত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের ২২৯তম রিজেন্ট বোর্ডের (২৩ জানুয়ারি ২০২৩) সিদ্ধান্ত ৪৬ এর ‘ক’ অনুযায়ী সিদ্ধান্ত হয়। সেখানে টেন্ডারে উল্লেখিত স্পেসিফিকেশন অনুসারে প্রকৃত মালামাল সরবরাহ না করে অন্য মালামাল সরবরাহ করার অপরাধে প্রকৌশলী এসএম শাহজাহান মামুনসহ তার সত্বাধিকারী প্রতিষ্ঠান ইন্টিগেটেড কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডকে বিশ্ববিদ্যালয়ে কালো তালিকাভুক্ত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ