মাদরাসা শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন জাতীয় স্কেলে ঘোষনার দাবীতে মানববন্ধন করেছে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা।
৩ জানুয়ারী রোববার দুপুরে টাঙ্গাইল কোর্ট চত্ত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, দেলদুয়ার উপজেলা শাখার সভাপতি আঃ আলীম, সখীপুর উপজেলার সভাপত আজিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন উপজেলার মাদরাসার শিক্ষকরা অংশগ্রহন করেন।