মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমাপ্ত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শেষ হয়েছে। পরীক্ষার প্রথম দিনে দুটি ইউনিটের পরীক্ষায় পাঁচ পরীক্ষার্থীকে ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অসুদুপায় অবলম্বনের দায়ে আটক করা হলেও দ্বিতীয় দিনে শান্তিপুর্ণভাবে অন্য দুটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ‘টিনিউজবিডি.কম’কে জানান, প্রথম দিনের দুটি ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। অন্য দুটির কাজ শেষ করে অতি দ্রুত সময়ের মধ্যেই সকল ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে।
পরীক্ষার ফলাফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ঠ ডিন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এছাড়াও নির্ধারিত নিয়মে মোবাইলে এস এম এস করেও ফলাফল জানা যাবে।