মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা বির্সজনের প্রস্তুতি
স্টাফ রিপোর্টার :
আজ শুক্রবার প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে সমাপ্ত হবে সনাতন ধর্মাবল্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপুজা। টাঙ্গাইল জেলার ১১শ’১৪ টি মন্ডপে এখন চলছে প্রতিমা বির্সজনের প্রস্তুতি।পুজারীরা মন্ডপে এসে দেবী দুর্গার কৃপা লাভের আশায় প্রমান জানাচ্ছেন। মহিলারা মেতে উঠেছেন সিদুর খেলায়।পুরুষরা এক অপরের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও কোলাকোলি করছেন।
জেলা পুজা উৎযাপন পরিষদ সুত্রে জানা গেছে, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সকল মন্ডপের প্রতিমা বির্সজন দেয়া হবে।টাঙ্গাইল পৌরএলাকার সব মন্ডপের প্রতিমা শহরের পদ্মমনি পুকুরে(বড় পুকুর) বির্সজন দেয়া হবে।এছাড়াও অন্যান্য এলাকার প্রতিমা স্থানীয় নদী অথবা পুকুরে বির্সজন দেয়া হবে। প্রতিমা বির্সজন উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়েছে।
প্রতিমা বির্সজনের সময় জেলা পুলিশ বিভাগের পক্ষ হতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।