মধুপুর বর্ণিল আয়োজনে বই বিতরণ উৎসব
মধুপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বর্ণিল আয়োজনে মাধ্যমিক ও প্রাথমিকস্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিকস্তরের বই বিতরণ উৎসব উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস।
বই বিতরণ এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র মাসুদ পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম।
অন্যদিকে মধুপুর সরকারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একযোগে প্রাথমিকস্তরের বই বিতরণ উৎসব শুরু হয়। উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, দুই স্তরে প্রায় চল্লিশ সহ¯্রাধিক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।