মধুপুর পৌরসভার বাজেট ঘোষণা
মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বাজেট ঘোষণা ও সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (২৫ জুন) সকালে পৌরসভার মেয়রের কার্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা ও সংবাদ সম্মেলন করা হয়। বাজেট ঘোষণা করেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান। ২০২৩-২০২৪ অর্থ বছরের ৭১ লাখ ৯৮ হাজার ৪০৩.৮২ টাকা রাজস্ব উদ্বৃত্তসহ ১১৪ কোটি ১৭ লাখ ১১ হাজার ২২০.৫৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান তার বক্তব্যে বলেন, মধুপুর-ধনবাড়ির থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি’র সহযোগিতায় মধুপুর পৌরসভার উন্নয়ন এগিয়ে যাচ্ছে। মধুপুর পৌরসভাকে একটি আধুনিক উন্নত মডেল পৌরসভা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জাকিরুল ইসলাম ফারুক, বেশর আলী ফকির, কাউন্সিল আমজাদ হোসেন, হারুন অর রশীদ, বিল্লাল হোসেন, বাবলু আকন্দসহ কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।