মধুপুর গড়ে সং নকমা সমাবেশ

0 232

3মধুপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মধুপুর গড়ে আদিবাসী গারোদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সং নকমা, হাজংদের পঞ্চায়েত ও কোচ-বর্মনদের গাঁওবুড়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয়ের হল রুমে কারিতাস আইসিডিপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডিএফ সভাপতি অজয় এ. মৃ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পীরগাছা মিশনের পাল পুরোহিত ফাদার ইউজিন হোমরিক, কারিতাসের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, জলছত্র ওয়াল্ড ভিশনের ম্যানেজার পরিতোষ রেমা, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, পীরগাছা ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিহির মার্টিন মৃ, পীরগাছা সেন্ট পৌল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন মৃ, জলছত্র ক্রেডিট ইউনিয়নের সভাপতি আন্তনী মাংসাং ও কারিতাস আইসিডিপির সিডিও কামিলুস নকরেক প্রমুখ।

সমাবেশে মধুপুর গড় এলাকার ৩৫টি গ্রামের সং নকমা ও গাঁওবুড়াসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ