মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ৮ বোতল ফেন্সিডিলসহ সুমন মিয়া(২৫) নামের এক যুবককে আটক করেছে মধুপুর থানা পুলিশ। বুধবার বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বিপ্রবাড়ী এলাকা থেকে পুলিশ সুমনকে আটক করে। সুমন ওই গ্রামের জমশের আলীর ছেলে।
মধুপুর থানার (এসআই) আতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হুমায়ুন ও হাফিজকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে সাপ্লাই দেয়ার সময় ৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে মধুপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।